বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ার বজ্রপাতে সিহাব জমাদ্দার (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পাটিখালঘাটা গ্রামের মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। মৃত সিহাব জমাদ্দার পাটিখালঘাটা গ্রামের ফারুক জমাদ্দরের ছেলে এবং মঠবাড়িয়া উপজেলার বগিরাদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
পরিবারিক সূত্রে জানা যায়, সিহাব জমাদ্দার বিকেল ৩টার দিকে বাড়ির পাশের মাঠে ছাগল আনতে যায়। এ সময় আকাশে মেঘ, ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে তিনি বাড়িতে ফেরার সময় হঠাৎ বজ্রপাতের স্বীকার হয়। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমুয়ায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় স্কুল শিক্ষক মো. নিজাম উদ্দিন বলেন, কালবৈশাখী ঝড়ে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে সিহাব জমাদ্দার বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি আরও বলেন, আজ বিকেলে হঠাৎ করে কাঠালিয়ার আকাশ কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে রাতের পরিবেশ সৃষ্টি হয়। সেই সঙ্গে বৃষ্টি ও দমকা বাতাস ছিল। কালবৈশাখী ঝড়ের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: রাফিয়া জান্নাত নুর বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকার বলেন, সিহাব ঝড়ো বাতাসের সময় মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.