বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় পুকুরের পানিতে ডুবে মুনিয়া আক্তার নামের ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২১ জুন) সকালে উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনিয়া আক্তার বাঁশবুনিয়া গ্রামের সোহাগ হাওলাদারের মেয়ে।
স্বজন ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে শিশু মুনিয়া আক্তার খেলতে গিয়ে পরিবারের সবার অজান্তে বাড়ির পিছনের পুকুরে পড়ে যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানি থেকে মুনিয়া আক্তারের মৃত্যুদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য নিখিল চন্দ্র হালদার জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। এমন ঘটনা থেকে রক্ষা পেতে সকল অভিভাবকদের সচেতন হওয়া দরকার।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন সরকার জানান, পানিতে ডুবে শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। বাড়ির পিছনে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.