মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠির কাঠালিয়ায় নিখোঁজের দশদিন পর ডোবা থেকে পচাত্তর বছর বয়সি মানুষিক ভারসাম্যহীন এক বৃদ্ধ’র অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত বুধবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের সোনার বাংলা নামক এলাকার ধান ক্ষেতের একটি ডোবা থেকে তার লাঁশ উদ্ধার করা হয়।
নিহত আবদুল খালেক শেখ (৭৫) পাশর্^বর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর গ্রামের বাসিন্ধা ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মংচেনলা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পরিবারের আপত্তি না থাকায় লাঁশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার (১৪ নভেম্বর) উপজেলার আওরাবুনিয়া গ্রামে মেয়ে লাকি বেগমের বাড়ীতে আসে। শনিবার (১৫নভেম্বর) সকালে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুজি পরও তাকে পাওয়া যাচ্ছিল না। খুজে পেতে বিভিন্ন এলাকায় মাইকিংও করা হয়। বুধবার সন্ধ্যায় ধান ক্ষেতের মধ্যে একটি ডোবায় অর্ধগলিত অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দেয়। পুলিশ লাঁশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে মেয়ে লাকি বেগম থানায় এসে তার বাবার লাঁশ সনাক্ত করেন।
থানার ওসি মংচেনলা জানান, ধারনা করা হচ্ছে ৮/১০ দিন পুর্বে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত মামলা হয়েছে।