বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় অজ্ঞাত দূর্বত্তদের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আওয়ামী লীগ নেতা ও বীরমুক্তিযোদ্ধা মরহুম আমজাদ হোসেন খানের বসত ঘর।
গত বৃহস্পতিবার ( ৯ মে) গভীর রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে, ক্ষতিগ্রস্থ্য পরিবারের দাবী। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিশির দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত সোয়া ১২ টার দিকে পাটিখালঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মরহুম আমজাদ হোসেন খানের তালাবদ্ধ বসত ঘরের মধ্যে আগুন জ¦লতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করছিল। ফায়ার সার্ভিস আসার পুর্বেই সম্পুর্ন বসত ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।
বীরমুক্তিযোদ্ধার সন্তান মাহফুজ খান জানান, ঘরটি তালাবদ্ধ ছিল। রাতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে তাদের ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার জানান, অগ্নিকান্ডের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.