ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত পিরোজপুর জেলা কার্যালয়ের সহযোগীতায় দুর্নীতি বিরোধী এক বিতর্ক প্রতিযোগিতা সোমবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ একেএম কামরুজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মং চেনলা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ এইচ এম জামসেদ আজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসা. তাহমিদা তাসরিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পিস এ্যাম্বেরসেডর নেটওর্য়াক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর ও অনুষ্ঠানের বিজ্ঞ বিচারক সাংবাদিক ফারুক হোসেন খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি সেলিনা পাপরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মো. আবদুল হালিম প্রমূখ।
প্রতিযোগিতায় কাঠালিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কাঠালিয়া পাইলট গালর্স স্কুল এ্যান্ড কলেজ, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয় ও আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। বির্তকের বিষয় ছিলো “দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধেই দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠনের শেষ্ঠ পন্থা”, “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ ও “কেবল পারিবারিক মূল্যেবোধের অভাবেই দুর্নীতির বিষ্ফোরন ঘটে”।
প্রতিযোগিতায় কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ান হয়। এবং আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রানার্স আপ হিসাবে বিজয়ী হয়। বিতর্ক শেষে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে ক্রেষ্ট ও পুরুষ্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.