বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের বানাই কালী সংকর গ্রামে (০৮ নং ওয়ার্ড) দুর্র্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত মধ্য রাতে বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলী তালুকদারের বাড়িতে এ ডাকাতি হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলী তালুকদারকে রশি দিয়ে বেঁধে রাখে এবং পরিবারের সদস্যদের মারধর করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয় ডাকাত দল। ঘটনার পর সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) মো. মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, মঙ্গলবার রাত ১টার দিকে ৮-১০ জনের একটি মুখোশ পরা ডাকাত দল বিল্ডিংয়ের সাথে মই দিয়ে ২য় তলার দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এসময় পরিবারের লোকজন ডাক চিৎকার দিলে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে এবং নগদ ৯০ হাজার টাকা ও ২২ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মোঃ ইউসুফ আলী তালুকদার জানান, গভীর রাতে ৮-১০ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে আমাকে রশি দিয়ে হাত বেঁধে ঘরের সবাইকে মারধর করে। এতে আমি এবং আমার স্ত্রী রাহিমা বেগম (৬৫), মেয়ে রুমী বেগম (৩২) গুরুতর আহত হই। পরে ঘরে থাকা ২০ ভরি স্বর্ণালংকার (যার আনুমানিক মূল্য ২২ লক্ষাধিক টাকা) ও নগদ ৯০ হাজার নগদ টাকা লুটে নেয়।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, ঘটনাস্থল পুলিশের একটি দল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি ডাকাতির মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.