বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তাদের মাঝে ছাগল, ছাগলের খোয়াড়, খাবার ও ঔষধ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৬ জুন) দুপুরে কাঠালিয়া উপজেলা পরিষদ চত্বরে ছাগল ও খোয়াড় বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন।
এ সময় ২০জন জেলেকে ২টি করে ছাগল, ১টি করে ছাগলের খোঁয়াড়, ১ বস্তা ছাগলের খাবার ও প্রয়োজনীয ঔষধ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিনসহ প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ ও সুফলভোগী জেলেরা। উপজেলা মৎস্য অফিস এর আয়োজন করে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.