বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় জাল টাকা বহন করার দায়ে বিউটি রানী (৩৭) নামে এক নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত । পাশাপাশি তাকে আরও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত রবিবার দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক (যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত) মো. আমিরুল ইসলাম এ রায় দেন।
আসামি বিউটি রানী কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দোগনা গ্রামের মেন্ডিস খরাতি ওরফে জয়ন্তর স্ত্রী। রায় ঘোষণার সময় আসামি বিউটি রানী আদালতের উপস্থিত ছিলেন৷
আরও পড়ুন : কাঠালিয়ায় আ’ লীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার
আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ সেপ্টেম্বর বিকাল পৌনে ৩টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুরের নৈকাটি বাজার থেকে আসামি বিউটি রানীকে ২১ হাজার টাকার জাল নোটসহ আটক করে । এ সময় আসামি বিউটি রানী ধারের টাকা পরিশোধ করার জন্য সুবর্ণা রানীকে ২১ হাজার টাকা দিয়ে ছিলেন। সুবর্ণা রানীর সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দিয়ে আসামি বিউটি রানীকে ধরিয়ে দেন। এ ঘটনায় ঐ দিন রাতে রাজাপুর খানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা বাদী হয়ে জাল টাকা বহন করার দায়ে একটি মামলা 'দায়ের করেন। পরে রাজাপুর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার পালোয়ান ঐ বছরের ১১ নভেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দায়ের করেন। ১২ জন সাক্ষীর সাক্ষ্যর ভিত্তিতে আদালত এ রায় দেন। এ সময় রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন 'আ্যাডভোকেট সঞ্জীব বিশ্বাস। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আ্যাডভোকেট আল আমিন হাওলাদার।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.