সাকিবুজ্জামান সবুর:
ঝালকাঠির কাঠালিয়ায় একটি জড়াজির্ণ মসজিদ ও ঝুকিপুর্ন রাস্তাসহ সেতু পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো.জহিরুল ইসলাম। আজ বুধবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী জমাদ্দার হাট সংলগ্ন জমাদ্দার বাড়ীর জড়াজির্ন জামে মসজিদ ও জমাদ্দার হাট থেকে জমাদ্দার বাড়ী পর্যন্ত ঝুকিপুর্ন সড়ক ও সেতু পরিদর্শন করা হয়। এসময় বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের কেন্দ্রিয় কমিটির সভাপতি দৈনিক শতকন্ঠ পত্রিকার সম্পাদক জাহাঙ্গির হোসেন মনজু ও দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিসএ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর সাংবাদিক ফারুক হোসেন খানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক জাহাঙ্গির হোসেন মনজু বলেন, জমাদ্দার হাট থেকে পশ্চিমে জমাদ্দার বাড়ী হয়ে আলমগীর হোসেনের বাড়ী পর্যন্ত রাস্তা দীর্ঘদিন মেরামত না হওয়ায় চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। স্বাভাবিক জোয়ারের পানিতে রাস্তাটি তলিয়ে যায়। ফলে শিক্ষার্থী এবং হাটে আসা মানুষসহ জমাদ্দার হাটের পশ্চিম পার্শ্বের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। বিশেষ করে জমাদ্দার হাট থেকে জমাদ্দার বাড়ী পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ। তাই জনস্বার্থে রাস্তাটি মাটির কাজ এবং ইট সলিং জমাদ্দার হাটের পুর্ব পার্শ্বের সড়কে সেতু এবং শতবর্ষী জমাদ্দার বাড়ীর জামে মসজিদে সংস্কারে অর্থ বরাদ্দেরও দাবী জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম ঝুকিপুর্ন সেতুসহ রাস্তাটি পায়ে হেটে দেখেন এবং জমাদ্দার বাড়ীর ঐতিহ্যবাহী জড়াজির্ন জামে মসজিদটি ঘুরে ঘুরে দেখেন। এসময় তিনি মসজিদের মুসল্লিদের সাথে কথা বলেন। সেতুসহ রাস্তা এবং মসজিদ সংস্কার আশ্বাস দেন ইউএনও।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.