কাঠালিয়ায় বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী, জুলাই আন্দোলনের যোদ্ধা এবং বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২১ এপ্রিল) দুপুর ১২টায় সরকারি কাঁঠালিয়া তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজ শাখার ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রাকিবুল ইসলাম, ছাত্রদল নেতা মো. কাঁঠালিয়া সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো তালাশ আকন ও শৌজালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খালিদ মুন্সী প্রমূখ। বক্তারা অবিলম্বের পারভেজ হত্যার সাথে জড়িতদের গ্রেফতাপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.