ঝালকাঠির কাঠালিয়ায় চোরাই প্রাইভেট কারসহ তিন যুবককে আটক করেছে কাঠালিয়া থানা পুলিশ। গত সোমবার (২১ এপ্রিল) উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া ফেরিঘাট থেকে ঢাকা মেট্রো -গ -২২-২৩১৮ নম্বরের ওই প্রাইভেট কারটি জব্দ করে পুলিশ। এসময় তিন যুবককে আটক আটক করা হয়।
আটককৃত মোঃ রাকিবুল হাসান (২৫), মোঃ সামিউল মোল্লা (২২) এবং মোঃ হামিম শেখ (২০) নামের ওই তিন যুবক ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বাসিন্দা।
জানাযায়, গাড়িটির মালিক জিপিএস ট্রাকিং এর মাধ্যমে গাড়িটি ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সনাক্ত করে ঝালকাঠি পুলিশ সুপার ও কাঠালিয়া থানাকে অবহিত করে। এ তথ্যের ভিত্তিতে কাঠালিয়া থানা পুলিশের একটি দল কচুয়া ফেরি ঘাট থেকে সোমবার প্রাইভেট কারটি উদ্ধার এবং তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে । কাঠালিয়া থানা গাড়ি উদ্ধারের বিষয়টি ফরিদপুর জেলার বোয়ালমারী থানাকে অবহিত করলে বোয়ালমারী থানা পুলিশের একটি দল প্রাইভেটকার ও আটককৃতদের তাদের জিম্মায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মং চেনলা বলেন প্রাইভেট কারটি বোয়ালমারী থানা এলাকা থেকে ২০ এপ্রিল ২০২৫ রবিবার দিবাগত রাত ৪:৩০ ঘটিকার সময় ছিনতাই হয়।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.