নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠির কাঠালিয়ার রাকিবুল ইসলাম বুলেটের লাঁশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের বাড়ীর পারিবারিক কবরস্থান থেকে তার লাঁশ উত্তোলন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মংচেনলা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগষ্ট দুপুরে ঢাকার চানখারপুল এলাকায় গুলিতে নিহত হয় রাকিবুল ইসলাম বুলেট। এ ঘটনায় মো.জাহাঙ্গির হোসেন হাওলাদার বাদী হয়ে চকবাজার মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় নিহত রাকিবুল ইসলাম বুলেট (২০) উপজেলার মহিষকান্দি গ্রামের দিনমজুর মো.জাহাঙ্গির হোসেন হাওলাদারের ছেলে।
নিহতের পিতা মামলার বাদী জাহাঙ্গির হোসেন জানান, গত ৫ আগষ্ট ঢাকায় ছাত্র জনতার আন্দোলনের সময় তার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বৈষম্যবিরোধী ছাত্রদের সহায়তায় বুলেটের লাঁশ বাড়ীতে আনা হয়। রাতেই রাবিকুল ইসলামের লাঁশ ময়না তদন্ত ছাড়াই ঢাকা থেকে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
থানার ওসি মং চেনলা জানান, ডিএমপির চকবাজার থানার মামলায় আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য রাকিবুলের লাঁশ উত্তোলন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.