বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় এসএসসি পরীক্ষার আমুয়া (৫৩২) কেন্দ্র থেকে দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি প্রদান করা হয়েছে।
আজ বুধবার (২৩ এপ্রিল) আইসিটি পরীক্ষার দিন ব্যানবেইজের আওতাধীন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আইসিটি বিষয়ক শিক্ষক প্রশিক্ষনের মাষ্টার ট্রেইনার বেআইনীভাবে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করায় তাদের অব্যাহতি প্রদান করা হয়।
ওই শিক্ষকরা হলেন, আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাইনুল ইসলাম ও আমুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাগর সিংহ। তারা ব্যানবেইজের আওতাধীন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আইসিটি বিষয়ক শিক্ষক প্রশিক্ষনের মাষ্টার ট্রেইনার।
জানাযায়, পরীক্ষা চলাকালীন ভিজিলেন্স টিম কাঠালিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম তালুকদার কক্ষ পরিদর্শন কালে তাকে দেখে চিনতে পারেন যে তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আইসিটি বিষয়ক শিক্ষক প্রশিক্ষনের মাষ্টার ট্রেইনার। পরে তাকে ৯নং কক্ষ থেকে অব্যাহতি প্রদান করেন। এ সময় তাকে জিজ্ঞেস করলে তিনি আমুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাষ্টার ট্রেইনার সাগর সিংহ নামের অপর ওই শিক্ষকও কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছেন বলে জানান। পরে ওই কর্মকর্তা বিষয়টি মোবাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন বলে তিনি জানান।
এ ব্যাপারে কেন্দ্র সচিব মো. শামীম মোল্লা দুই শিক্ষক এর অব্যাহতির সত্যতা স্বীকার করে বলেন, আমুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাগর সিংহ যে আইসিটির মাষ্টার ট্রেইনার সে বিষয়টি তিনি জানতেন না। তবে আমার প্রতিষ্ঠান আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাইনুল ইসলাম আইসিটি বিষয়ক মাষ্টার ট্রেইনার হলেও শিক্ষকের সল্পতার কারণে তাকে কক্ষ পরিদর্শকের দায়িত্ব দেওয়া হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.