বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের এমপি ৯নং সেক্টরের সাবসেক্টর কমান্ডার সাবেক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তমের শারিরীক সুস্থ্যতা কামনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও কমান্ড কাউন্সিলের আয়োজনে দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৬ মে) দুপুরে উপজেলা অডিটরিয়ামে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সমন্বয়কারি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার।
প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার মো.নেছার উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার ও সোনালী ব্যাংক উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক মো.রেজাউল করিম।
মুক্তিযোদ্ধার সন্তান সিকদার মো.কাজলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো.ফজলুল হক মৃধাসহ সাবেক কমান্ডার ডেপুটি কমান্ডার, বীরমুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমাম ও শিক্ষকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.