সাকিবুজ্জামান সবুর:
ঝালকাঠির কাঠালিয়ায় ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্থ শিশু ও তাদের পরিবারে ইউনিসেফ বাংলাদেশের উদ্যোগে ফ্যামিলি ও ডিগ্নিটি কীটস বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও সহয়তা সামগ্রী হিসেবে ফ্যামিলি ও ডিগ্নিটি কীটস বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক মো. ছরোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ শেলডন ইয়েট, ইউনিসেফ বাংলাদেশ বরিশালের চিফ অফ ফিল্ড অফিসার আনোয়ার হোসাইন, ইউনিসেফ বাংলাদেশ ঢাকা’র চাইল্ড প্রোটেকশান অফিসার আবুল খায়ের, ইউনিসেফ বাংলাদেশের কন্সালটেন্ট মো. মোসাররফ হোসাইন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক আবদুর রশিদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন।
সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ইউনিসেফ বাংলাদেশের আর্থিক ও কারিগরী সহয়তায় পরিচালিত চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রোটেকশান প্রকল্পের আওতায় ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্থ উপজেলার ৭৫টি শিশু ও তাদের পরিবারে সহযোগিতার অংশ হিসেবে একটি করে ফ্যামিলি ও ডিগ্নিটি কীটস প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে দুটি কম্বল, তোয়ালে, ব্রাশ. পেষ্ট, সাবান, ৪টি মশারি, একটি টর্চ লাইট, একটি ওয়াটারপ্রæফ ব্যাগসহ ১৭ ধরনের প্রয়োজনীয় সামগ্রী রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.