নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটিএম মাইদুল ইসলাম লিটনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে রাজাপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাঠালিয়া থানা পুলিশের সহায়তায় তাকে উপজেলার কচুয়া গ্রামের বাড়ী থেকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা। তিনি জানান, রাজাপুর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
রাজাপুর থানার ওসি মো.ইসমাইল হোসেন জানান, গ্রেফতারকৃত মাইদুল ইসলামকে কোর্টে চালান করা হয়েছে।
[caption id="attachment_13153" align="aligncenter" width="226"] ক্যাপশন: শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটি এম মাইদুল ইসলাম[/caption]
তিনি শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া ২নং ওয়ার্ডের বীরমুক্তিযোদ্ধা হাজ্বী মো. শাহ আলম এর ছেলে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ মে রাজাপুর উপজেলায় বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের অভিযোগে গত ২৯ আগস্ট ২০২৪ ইং তারিখে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন বাদী হয়ে ৪৪ জনের নামে উল্লেখ করে এছাড়া অজ্ঞাত আরও ২০০-৩০০ জনকে আসামি করে একটি মামলা (মামলা নং-৫) দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.