বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় আপন বড় ভাইকে হ*ত্যার দায়ে ছোট ভাই রুহুল আমিনকে (৫০) মৃ*ত্যু*দণ্ড দিয়েছেন ঝালকাঠি আদালত।
বুধবার (২৯ জানুয়ারি) ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রুহুল আমিন উপজেলা চিংড়াখালী গ্রামের মৃত মফিজ উদ্দিন হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষে পিপি মো. মাহেব হোসেন।
মামলার নথিসূত্রে জানা যায়, পূর্বে এনজিও কর্মীকে হত্যার দায়ে যাবৎজীবন সাজাপ্রাপ্ত হয়েছিল রুহুল আমিন। ভাই হত্যা ঘটনার ৯মাস পূর্বে সাজাভোগ করে সে গ্রামের বাড়িতে আসে। ভাই-বোনদের সাথে জায়গা জমি নিয়ে মতবিরোধ হওয়ায় গত ২৩/৯/২০২২ তারিখ তার ভাই ফিরোজ হাওলাদার ঘরের টিন খুলতে গেলে রুহুল আমিন বাধা দেয় একই দিন সন্ধ্যায় ফিরোজ হাওলাদারের বসত বাড়ির সামনে বসা অবস্থায় রুহুল আমিন পূর্ব পরিকল্পিতভাবে এসে এলোপাথারি ফিরোজ হাওলাদারকে কু*পি*য়ে গুরুতর জ*খ*ম করে পালিয়ে যায় এবং তাকে কাঠালিয়া হয়ে বরিশালের শেবাচিম হাসপাতালে ভর্তির করার পরে একই দিন রাত ১১টায় ফিরোজ হাওলাদারের মৃ*ত্যু হয়। এই ঘটনায় ফিরোজ হাওলাদারের স্ত্রী রানী বেগম বাদি হয়ে কাঠালিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ ২০২২ সালের ১২ সেপ্টেম্বর আসামী রুহুল আমিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।
মামালার তদন্তকারী কর্মকর্তা এসআই কাইউম বাহাদুর ২০/০১/২০২৪ তারিখ আদালতে চার্জশীট দাখিল করে।
রাষ্ট্রপক্ষে পিপি মো. মাহেব হোসেন বলেন, আপন বড় ভাইকে কু*পি*য়ে হ*ত্যার দায়ে ভাবির দায়ের করা মামলায় আদালত ১২জন স্বাক্ষীর সাক্ষ গ্রহণ করে ছোট ভাই রুহুল আমিনকে মৃ*ত্যু*দণ্ডের রায় ঘোষণা করেন। আসামী পক্ষে খান শহিদুল ইসলাম মামলা পচিালনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.