বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান দ্বীপাবলীর রাতে সুমন মালাকার নামের এক দিন মজুরের বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার আওরাবুনিয়া গ্রামের সুনীল মালাকারের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছাবার পুর্বে ঘরটি সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়। এতে ৫ লক্ষাধিক টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান, ভুক্তভোগী দিনমজুর সুমন মালাকার।
অগ্নিকান্ডের সঠিক কারন জানা যায়নি। খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলা বিএনপির সভাপতি মো.জালালুর রহমান আকন ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শী মো.মাহবুব নকীব জানান, বৃহস্পতিবার রাত সারে ৮টার দিকে সুমন মালাকারের বসত ঘরে আগুন জ¦লতে দেখে ডাক-চিৎকার দেয় স্থানীয় লোকজন। পরে স্থানীয় ভাবে আগুন নিভানোর চেষ্টা করা হয়। ফায়ার সার্ভিস আসার পুর্বেই বসত ঘরটি পুড়ে যায়। এসময় ঘরের মধ্যে থাকা ৪টি ছাগল ও হাঁস মুরগী পুড়ে মারা যায়।
ভুক্তভোগী সুমন মালাকার জানান, বৃহস্পতিবার বিকেলে ঘরে তালা দিয়ে স্ত্রীকে ডাঃ দেখাতে পাশর্^বর্তী রাজাপুর যায়। সেখান থেকে ফেরার খবর পাই ঘরে আগুন লেগেছে। এসে দেখি সমস্ত ঘর পুড়ে গেছে। আমি এখন নিঃস্ব।
স্থানীয় ইউপি মেম্বার মো.বজলুর রহমান জানান, সুমন মালাকার একজন দিনমজুর তার বসত ঘরটি সম্পুর্ন পুড়ে গেছে। ওর মাথা গোজার এখন আর জায়গা নেই। ইউনিয়ন পরিষদ থেকে সহায়তার চেষ্টা করছি।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.