ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে নগদ আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপি।
শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা বিএনপি’র পক্ষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের সুমন মালীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক অলিউর রহমান মুন্সী। এর আগে গত বৃহাস্পতিবার অগ্নিকাণ্ডের খবর শুনে তাৎখনিক ছুটে আসেন কাঁঠালিয়া উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন, সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর ও সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম মুন্সী।
বিএনপি’র সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তাৎক্ষণিকভাবে আমাদের ছুটে যাওয়া ও সার্বিক সহায়তার নির্দেশদেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ভাই। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) গণমানুষের এই নেতা শুধু দলীয় নেতাকর্মীদের জন্যই নয়, বরং সাধারণ মানুষের সব বিপদে-আপদে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.