কাঁঠালিয়া(ঝালকাঠি)প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার জোড়খালে জামে মসজিদের ইমাম ও খতিব মৌলভী মোঃ মাহাফুজুর রহমান মাকসুদ জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল(১৭) জুলাই বুধবার সকাল ১১টায় কাঁঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইমাম মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন তাঁর চাচাতো ভাই মোঃ শাহদাত হোসেন ও খালাতো ভাই মোঃ সহিদুল আলম।
সংবাদ সম্মেলনে মোঃ মাহাফুজুর রহমান মাকসুদ জানান, আমি কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের দক্ষিণ ছোনাউটা গ্রামের বাসিন্দা। চলিত জুলাই মাসের ৭তারিখ গভীর রাতে হাফপ্যান্ট পরিহিত ও মুখোশধারী ৫-৭জন দৃষ্কৃতকারী আমার বাড়িতে ঢুকে কাপড় দিয়ে আমার মুখ বেঁধে তুলে নিয়ে যায় এবং বাড়ি সামনে রাস্তা পার্শ্বে থাকা একটি গাছের সাথে হাত-পা বেঁধে আমার মাথার অগ্রভাগ কাঠের বেড়ার মধ্যে ঢুকিয়ে বেধম মারধর করে। এতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার স্ত্রীর ডাক চিৎকারে প্রতিবেশি ব্যাংক কর্মকর্তা খলিলুর রহমানসহ অন্যরা এসে আমাকে উদ্ধার করে। পরে ৯৯৯ এ ফোন দিলে কাঁঠালিয়া থানা পুলিশের এসআই মোঃ হারুন ঘটনাস্থলে আসেন এবং আমাকে চিকিৎসার পরামর্শ দিলে স্বজনরা আমাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র (আমুয়া) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জীবনের ব্যাংক কর্মকর্তা মোঃ খলিলুর রহমান জানান, লোকজনের ডাক চিককারে শুনে আমি ঘটনাস্থলে এসে ইমাম মাকসুদের মুখ ও হাত-পায়ের বাঁধন খুলে দেই এবং পুলিশের সহায়তা চেয়ে ৯৯৯ এ ফোন করি। পরবর্তীতে তাকে চিকিৎসার আমুয়া হাসপালে পাঠানো হয়।
এস আই মোঃ হারুন জানান, ৯৯৯ ফোনের ভিত্তিতে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। আহত ইমাম মাকসুদকে আমুয়া হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য পরামর্শ দেই এবং মামলা করার জন্য থানায় আসতে বলি। তবে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ করেননি।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.