ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের ঝালকাঠি জেলা কমিটির সাবেক সদস্য সচিব ক্বারী মো. নেয়ামত উল্লাহ্ ৫ আগষ্টের পর নিজের খোলস পাল্টে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত ১০১ সদস্যের ঝালকাঠি জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব মাওঃ কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব এ্যাড. কাজী মাওঃ মো. আবুল হোসেন এর সাক্ষরিতে ঝালকাঠি জেলা ওলামা দলের ১০১ সদস্যের কমিটি অনুমোদন করা হয়।
জানা গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় আওয়ামী ওলামা লীগের ঝালকাঠি জেলা কমিটির সদস্য সচিব হয় ক্বারী মো. নেয়ামত উল্লাহ্। এরপর তিনি ক্ষমতার অপব্যবহার করে দাপিয়ে বেড়ায় এলাকায়। অভিযোগ রয়েছে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের। ৫ই আগষ্ট ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগের পরাজয়ের পর খোলস পাল্টে আওয়ামী থেকে বিএনপিতে যোগ দেয় নেয়ামত উল্লাহ। এলাকায় গুনজন শোনা যাচ্ছে টাকার বিনিময় ওলামা দলের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। দল পরিবর্তন করে আসার পরেই জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পাওয়ায় স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকে ক্ষোভ প্রকাশ করছে।
এবিষয়টি অস্বীকার করে নবগঠিত কমিটির ঝালকাঠি জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ক্বারী মো. নেয়ামত উল্লাহ্ বলেন, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক সোলাইমান নোমানী ঝালকাঠিতে লোক না থাকায় আমাকে মৌখিক ভাবে সদস্য সচিবের দায়িত্ব দিছিলো। তিনি প্রচারের জন্য আমার পোষ্টার, ব্যানার, ফ্যাসটুন ঝালকাঠি জেলার বিভিন্ন গাছে ও দেয়াল টাঙিয়ে দিছিলো।
এবিষয়ে ঝালকাঠি জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. ছাইদুর রহমান বলেন, আওয়ামী ওলামা লীগের সঙ্গে যুক্ত থাকার বিষয়টি আমাদের জানা ছিলো না। আমাদের কমিটি ঘোষণার পরে আমরা জানতে পারি। তাকে নিয়ে সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.