বার্তা ডেস্ক:
"এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না" এই প্রতিপাদ্যকে সামনে ঝালকাঠির কাঠালিয়ায় কৃষি সমৃদ্ধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার ছৈলার চর বৃষ্টি বিলাস সভাকক্ষে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. মনিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (পিপি) মো. রিফাত সিকদার, ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (শস্য) ইশরাত জাহান মিলি, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা সহকারী প্রোগ্রামের অতনু কিশোর দাস মুন, ইউপি সদস্য মো. ফয়সাল আহম্মেদ মিঠু, কৃষক মো. নিজামুল হক প্রমূখ।
অনুষ্ঠান শেষে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৬ ইউনিয়নের ২ হাজর ৮৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, মুসুর, খেসারি, সূর্যমুখী বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে।
https://youtu.be/xsyYkKHeZqg
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.