স্থগিত হওয়া এইচএসসির বাকি পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষা বাতিলের প্রজ্ঞাপন মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এর আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারও জানিয়েছিলেন বাকি পরীক্ষা বাতিল হবে।
মঙ্গলবার (২০ আগস্ট) সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে তিনি এ কথা জানিয়েছিলেন।
তবে এ বিষয়ে শিক্ষার্থীরা বলছিলেন, সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশ করা হবে। কোনো মিডিয়া বা মুখের কথায় বিশ্বাস করি না, আমরা প্রজ্ঞাপন চাই, প্রজ্ঞাপন না নিয়ে যাবো না। সেই প্রজ্ঞাপনই মঙ্গলবার সন্ধ্যায় জারি করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৩০ জুন সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত ১৮, ২১, ২৩ ও ২৫, ২৮ জুলাই ও ১ ও ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সর্বশেষে ১১ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। পরে তা-ও স্থগিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.