ঝালকাঠি প্রতিনিধিঃ
আলিম পরীক্ষার রেজাল্টে প্রতিবছরের মত এবারও দেশ সেরা হয়েছে ঝালকাঠির এন এস কামিল মাদরাসা। এ মাদসারা থেকে এ বছর আলিম পরীক্ষায় ২৫৬ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এ ছাড়া ৩৭৪ জন পরীক্ষার্থীর অন্য সবাই ‘এ’ গ্রেড পেয়ে পাস করেছে।
মাদরাসাটি শতভাগ পাসের গৌরব অর্জন করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। মাদরাসার অধ্যক্ষ মুফতি গাজী মো. শহিদুল ইসলাম বুধবার দুপুরে পরীক্ষার্থীদের সামনে প্রাপ্ত ফল ঘোষণা করেন।
এ সময় জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীরা বাধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে মাদ্রাসা প্রাঙ্গণ। মুফতি গাজী মো. শহিদুল ইসলাম জানান, ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসাটি ইতোমধ্যেই দেশের শীর্ষস্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে রূপলাভ করেছে। ফলাফলে প্রতিবছরই আমাদের মাদরাসাটি এগিয়ে থাকে।
বর্তমানে এ মাদরাসায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী রয়েছে। অনার্স ও মাস্টার্সসহ দাখিল, আলিম, ফাজিল ও কামিল পরীক্ষায় দেশের সেরা হয়ে গৌবর অর্জন করে শিক্ষা প্রতিষ্ঠানটি।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.