মো. শহীদুল আলম:
আমার দেশ পত্রিকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাজলুম সাংবাদিক মাহমুদুর রহমানসহ অন্যদের বিরুদ্ধে মেঘনা গ্রæুপের চেয়ারম্যান মোস্তফা কামাম এর দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ঝালকাঠির কাঁঠালিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়ে়ছে।
শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় কাঠালিয়া প্রেসক্লাবের সামনের সড়কে আমার দেশ পাঠকমেলার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আমার দেশ কাঁঠালিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ফয়সাল আহম্মদ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি মোঃ শফিউল আজম টুটুল, কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম, উপজেলা ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম তুষার, এনএনসির সভাপতি আলহাজ্ব মাসুম বিল্লাহ, এনসিপি উপজেলা সংগঠক মোঃ শান্ত ও আমার দেশ রাজাপুর প্রতিনিধি মোঃ বুলবুল আহমেদ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রæপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক আমার দেশের সম্পাদকসহ পত্রিকার অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার নিন্দা এবং অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.