ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান আওয়ামীলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম ডেজলিং তালুকদারের মমতাময়ী মায়ের মৃত্যুতে ঝালকাঠি জেলা বিএনপির অন্যতম সদস্য ও নবম জাতীয় সংসদ নির্বাচনের ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ডেজলিং তালুকদারের পারিবারের সাথে আমাদের পারিবারিক আত্মীয়তার সম্পর্ক রয়েছে। প্রত্যেক পরিবারের বিপদে আপদে আমরা একে অন্যের পাশে দাড়াই। আমার পরিবার তার মায়ের মৃত্যুতে শোকাহত। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
রবিবার দুপুর ২ টার সময় খুলনা শেখ আবু নাছের হাসপাতালে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। বিভিন্ন ব্যক্তি, সংগঠন, প্রতিষ্ঠান শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.