বিশেষ প্রতিনিধি:
আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আজ শনিবার সকালে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি কাঠালিয়া বাসষ্ট্যান্ড মোড় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে জনগণের মতের বিরুদ্ধে শাসন করেছে। অন্যায় ভাবে মানুষ হত্যা করেছে। তাদের বিচার করতে হবে এবং তাদের রাজনীতি করার কোন অধিকার নেই। তারা বলেন, “দেশে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করতে হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”
আওয়ামী লীগ নিষিদ্ধ না করা হলে বিক্ষোভকারীরা আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.