বার্তা ডেস্ক:
বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৃতি সন্তান মোঃ খাইরুল ইসলাম মাননান। গত বুধবার (০৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাকে এ পদোন্নতি দেওয়া হয়। এর আগে তিনি বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ এর দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মধ্যদিয়ে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছেন।
তিনি পরিচ্ছন্ন মননশীল, সদালপী ও বিনয়ী এই মানুষটি সরকারি কর্তব্য পালনের পাশাপাশি কাঠালিয়া উপজেলার মানুষের প্রতি মমত্ববোধ ও ভালোবাসার টান থেকেই বিভিন্ন উন্নয়ন ও মানব সেবামূলক কাজে সর্বাতক সহযোগিতা করে যাচ্ছেন। খাইরুল ইসলাম মাননান ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । তারা বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খাইরুল ইসলাম ছাত্রজীবনে বেতাগী মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ক্যাডার সার্ভিসের যোগ দেওয়ার আগ থেকেই নিজেকে মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন।
তার ছোট ভাই শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন জানান, পদোন্নতির খবরে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় তার গ্রামে সাধারন মানুষদের মধ্যে আনন্দের উৎসব চলে। গ্রামের সব বয়সী মানুষ নিজেদের গ্রামের কৃতি সন্তানের পদোন্নতিতে খুশিতে আত্মহারা। তারা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। সেই সাথে খাইরুল ইসলাম মান্নানের আরো সফলতা কামনা করে তাকে শুভেচ্ছা জানান এলাকাবাসী।
খাইরুল ইসলাম মান্নান জানান, ‘‘আমার এ পদোন্নতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবসময় সরকারের দেওয়া দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার মধ্যদিয়ে পালন করছি। যতোদিন বেঁচে থাকবো মানুষের সেবায় কাজ করে যাব। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে নিজেকে নিয়োজিত রাখব ইনশাআল্লাহ। ’’
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.