মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ঝালকাঠির কাঠালিয়ায় শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা আওয়ামী লীগ।
আজ শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান উজির সিকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, ইউপি চেয়ারম্যান মো. মাহামুদুল হোসেন নাহিদ সিকদার, মো. আমিরুল ইসলাম ফোরকান, শিশির দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বিআরডিবি’র চেয়ারম্যান মো. কাওসার আহম্মেদ জেনীভ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সাইদ আহম্মেদ জিসান ও সম্পাদক মো. মাসুদ খান প্রমূখ।
এসময় উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করার জোর দাবি জানান। পরে গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়।