সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:২০ অপরাহ্ন

বাশতলা এলাকায় বাস চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত, আহত ৩

বাশতলা এলাকায় বাস চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত, আহত ৩

বাশতলা এলাকায় বাস চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত, আহত ৩

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে বাস চাপায় তাসলিমা বেগম (৫০) নামে অটোরিকশা এক নারী যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোচালকসহ আরও ৩ ব্যক্তি আহত হয়েছেন। সোমবার রাত ৭ টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহা সড়কের উপজেলার বাশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী পিরোজপুরের কউখালি উপজেলার কাঠালিয়া গ্রামের বাসিন্দা ফরায়েত খানের স্ত্রী। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করে দেয়। আহতরা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

রাজাপুর থানার এসআই সঞ্জীব পালহান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঢাকাগামী আলিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাস রাজাপুরগামী অটোরিকশাটিকে সামনাসামনি চাপা দিলে ঘটনাস্থলেই এক নারী নিহত হয় এবং অটোরিকশার চালকসহ আরও ৩ জন আহত হন। ঘটনার পর চালক ও বাসটি ঝালকাঠি থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana