শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় অপ্রাপ্তবয়স্ক স্কুল পড়ুয়া কন্যার বিয়ের আয়োজন করায় একজনকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার ১৯সেপ্টেম্বর রাত ৯টার দিকে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পশ্চিম পুটিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোক্তার হোসেন এ দণ্ডপ্রদান করেন। দণ্ডপ্রাপ্ত হলো পুটিয়াখালী এলাকার আব্দুল বারেক আকনের স্ত্রী ও কন্যা মহিমার মা মোসাঃ শিপন বেগম (৪৫)।
জানাগেছে, পঞ্চগ্রাম আর্দশ মাধ্যমিক বিদ্যালয় পড়ুয়া অপ্রাপ্তবয়স্ক মহিমার বিয়ের আয়োজনের খবর পেয়ে পশ্চিম পুটিয়াখালী এলাকার অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোক্তার হোসেন। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ পালিয়ে যায়। পরে শুধু কন্যের মাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।