মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নলছিটিতে মাহিন্দ্রা ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৩

নলছিটিতে মাহিন্দ্রা ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৩

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে মাহিন্দ্রা ও মাইক্রোবাস সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৮ নভেম্বর) সকালে বরিশাল পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্টের চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাকেরগঞ্জ উপজেলার চরাদি গ্রামের মৃত রহমান বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস (৫৫) এবং একই উপজেলার চরসামাইয়া গ্রামের কাদের মৃধা ছেলে জাহাঙ্গীর মৃধা (৪০) ও মিরাজুল ইসলাম (৪৫)।

জানা গেছে, মাহিন্দ্রা ও মাইক্রোবাস সংঘর্ষে মাহিন্দ্রার তিন যাত্রী ও মাইক্রোবাস চালক গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শ্রমিক নাসির বিশ্বাসের মৃত্যু হয়।

এছাড়া গুরুতর আহত অবস্থায় মাইক্রোবাসচালক জাহাঙ্গীর ও তরকারি ব্যবসায়ী মিরাজুলকে ঢাকায় নেওয়ার পথে তারা মারা যান। নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

সম্পাদকীয় কার্যালয়: কাঠালিয়া বার্তা
কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি।
মোবাইল: 01774 937755









Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  




All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana