বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে একটি আয়রন ব্রীজের মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনা জানাজানি হলে ইউপি সদস্য জানান এই ব্রীজের মালামাল ঝালকাঠি – ১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এম.শাহজাহান ওমরের নির্দেশে নিয়ে এসেছি। এখন আমার সুবিদা মত ব্যাবহার করবো।
শনিবার সকালে উপজেলা শুক্তাগড় ইউনিয়নের সাংগর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সাংগর গ্রামের এ্যাড. মোঃ শাহজালাল শামীম মৃধার বাড়ির সামনের আয়রন ব্রীজটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় ঐ স্থানে অনেক দিন পূর্বে একটি ঢালাই ব্রীজ নির্মাণ করা হয়। গত শনিবার সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ আসাদুল মৃধা নিজে দাঁড়িয়ে থেকে শ্রমিক দিয়ে পুরাতন আয়রন ব্রীজটির সমস্ত মালপত্র খুলে নিয়ে যায়। ঐ ব্রীজের মালামাল উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায় স্থানীয়রা।
এ বিষয়ে ইউপি সদস্য আসাদুল মৃধা জানায়, এই ব্রীজের মালামাল ঝালকাঠি -১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এম.শাহজাহান ওমরের নির্দেশে আমি নিয়ে এসেছি। মালামাল পয়েন্ট করতে পাঠানো হয়েছে। এখন আমার সুবিদা মত ব্রীজের এই মালামাল ব্যবহার করবো। কেউ যদি আমার নামে নোংরামি করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শুক্তাগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিউটি সিকদার জানান, ব্রীজটি আমাদের পরিষদের কিনা আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি।
সাবেক সংসদ সদস্য ব্যরিস্টার এম.শাহজাহান ওমরের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মীকে বলেন, এখানে তোমার সমস্যা কি ? এতে তোমার কোনো লস হইছে ? তাহলে চুপ করে বসে থাকো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন জানান, এ ব্যাপারে আমাকে কেউ জানায়নি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।