শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে ঢাকায় নিহত সুজন খানের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঠালিয়া উপজেলা শাখা। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে সুজন খানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন তারা।
আজ শুক্রবার (৯ আগস্ট) বিকেলে কাঠালিয়া উপজেলার চেচঁরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেচঁরী জমাদ্দার হাট গ্রামে ঢাকায় নিহত সুজনের বাড়িতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঠালিয়া শাখা। উপজেলা আমীর মাষ্টার মো. মজিবুর রহমান নিহতের পরিবারের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিহত সুজন খানের কবর জিয়ারত করে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। পরে কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় নিহত সুজন খানসহ সকল নিহতদের ‘বীর মুক্তিসেনা’ উল্লেখ করা হয়।
এ সময় বক্তাব্য রাখেন বাংলাদেশে জামায়াতে ইসলামী কাঠালিয়া উপজেলা আমীর মাস্টার মো.মজিবুর রহমান, সেক্রেটারী জেনারেল অধ্যাপক মো.সাঈদুর রহমান, সাবেক সেক্রেটারী ও ওলামা পরিষদের সভাপতি মাওলানা নাসির উদ্দিন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তাজাবুর রহমান ও আমুয়া ইউনিয়ন আমীর মো. আবদুর রহিম প্রমূখ।
সভায় বক্তরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ দেড় যুগ আওয়ামী সন্ত্রার্সীদের দুঃশাষনে ছিলাম। এ জালিম সরকার আমাদের দলের শীর্ষ নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। এর সঠিক বিচার দাবি করেন বক্তারা।