বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় সরকারি ১০টাকা দামের ১৫০ কেজি চোরাই চাল ও বহনকারী একটি ভ্যান জব্দ করা হয়েছে।
তবে ভ্যানচালক মিঠু মোল্লা কৌশলে পালিয়ে যায়। শনিবাবর সকালে পাটিখালঘাটা এলাকায় ভ্যানে করে ৫টি বস্তায় দেড়শ কেজি চাল কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে ভ্যানটিকে আটক করে প্রশাসনে খবর দেয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের নির্দেশে জব্দকৃত চাল ও ভ্যানটি ২৪নং পূর্ব পাটিখালঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তারের জিম্মায় রাখা হয়েছে।
এ ঘটনায় আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা সমন্বয়কারী মোঃ খলিলুরকে তদন্ত দেয়া হয়েছে।