শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন
শোক বার্তা:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কৈখালী গ্রামের বাসিন্দা ও বিনাপানি বাজারের মুদি ব্যবসায়ী মো. ফারুক সরদার (৫২) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি গত দুই মাস যাবত জন্ডিস, আলসার ও পিত্তথলী সমস্যাজনিত রোগে ভূগছিলেন।
মো. ফারুক সরদার মৃত আব্দুল কাদের সরদারের মেঝ ছেলে ও কাঠালিয়া বার্তার সম্পাদক, দৈনিক যুগান্তরের কাঠালিয়া প্রতিনিধি ও জিটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক মো. শহীদুল আলমের চাচা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রহে রেখে গেছেন।
বুধবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় মরহুমের নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে বিনাপানি বাজারে ব্যবসায়ীসহ নানা শ্রেনি পেশার মানুষ শোক ও সমবেদনা জানিয়েছেন।