বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আয়নাল ঘরামী (৪৫) নামের এক করাতকল শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৭ সেপ্টম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের আমুয়া বন্দরের পুর্ব পাড় আবেদিনের সমিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়নাল ঘরামী আমুয়া গ্রামের হোসেন ঘরামীর ছেলে। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তানের জনক ছিলেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.আমিরুল ইসলাম ফোরকান জানান, বুধবার সকালে স্থানীয় আবেদিন খানের সমিলে কাজ করতে যায় আয়নাল ঘরামি। লোহার শাবল দিয়ে বড় গাছ সরানোর কাজ করছিলেন। এসময় মাটির নিচে থাকা বিদ্যুতের তার কেটে যায়। কাটা তারে বিদ্যুতায়িত হয়ে পড়েন আয়নাল। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
থানার ওসি মো.শহীদুল ইসলাম আয়নাল ঘরামীর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।