শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৩ অপরাহ্ন

কাঠালিয়ায় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কাঠালিয়ায় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

বুধবার রাতে তিনি উপজেলার আমুয়া, তালতলা বাজার ও কাঠালয়া সদরের পূজামন্ডপ পরিদর্শন করেন। এ উপলক্ষে কাঠালিয়া সদরের শ্রী শ্রী রাধা গোবিন্দ কেন্দ্রীয় সেবাশ্রমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, চেঁচরি রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হারুন অর রশিদ জমাদ্দার, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিঠু সিকদার, উপজেলা যুবলীগের সভাপতি মো. ফাইজুল আলম সিদ্দিকি ফিরোজ, পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু বিমল চন্দ্র সমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. আবুবকর ছিদ্দিক জুয়েল, চেঁচরী রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইদ আহম্মেদ জিসান সিদকার ও সাধারণ সম্পাদক মো. মাসুদ খানসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মী ও হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নারী-পুরুষ ভক্ত দর্শনার্থীরা ।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana