মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ার বিষখালী নদীতে কচুয়া-বেতাগীর ফেরির প্রশাসনিক অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব ফাহমিদা হকের সই করা চিঠিতে সওজের প্রধান প্রকৌশলীকে ফেরি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
জানা যায়, এ বছর ৬ অক্টোবর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত টেকনিক্যাল কমিটির সভায় ফেরির অনুমোদন দেওয়া হয়।
কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন বলেন, ‘২০১৪ সাল থেকে বিষখালী নদীর বেতাগী-কচুয়া পয়েন্টে ফেরি ও ঘাট স্থাপনে ন্যায়সংগত দাবি করে আসছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি পাঠিয়েছি। আজ তা বাস্তবে রূপ নিয়েছে।’
এ বিষয়ে বেতাগী পৌরসভার মেয়র আলহাজ এ বি এম গোলাম কবির বলেন, ‘বেতাগীবাসীর প্রাণের দাবি ছিল বিষখালী নদীর বেতাগী-কচুয়া পয়েন্টে ফেরি স্থাপন। উন্নয়নের ধারাবাহিকতায় যোগাযোগব্যবস্থায় এ জনপদ আরেক ধাপ এগিয়ে যাবে।’